Sitakunda live / International Desk:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ৩ মাস ছাড়িয়েছে। এখনও নিয়ন্ত্রণের লক্ষণ খুব একটা দৃশ্যমান নয়। করোনায় বিপর্যস্ত সারাবিশ্ব। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ১৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৩৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৫৩৪ জন সুস্থ হয়েছে।
এছাড়া বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৫৪ জন।
সবমিলিয়ে, বর্তমানে ৯ লাখ ৯২ হাজার ৮৪৭ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৯ লাখ ৪৫ হাজার ৩৮৮ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৪৭ হাজার ৪৫৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।
ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৬৭ হাজার ৪ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৭১ জনের। ইতালিতে ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন আক্রান্ত, বিপরীতে মারা গেছে ১৬ হাজার ৫২৩ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে।
এছাড়া স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত, আর ১৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে ১ লাখ ৩ হাজার ৩৭৪ জন আক্রান্ত, ১ হাজার ৮১০ জনের মৃত্যু হয়েছে। চীনে আক্রান্ত ৮১ হাজার ৭৪০, মারা গেছে ৩ হাজার ৩৩১ জন। ফ্রান্সে আক্রান্ত ৯৮ হাজার ১০, মারা গেছে ৮ হাজার ৯১১ জন। ইরানে আক্রান্ত ৬০ হাজার ৫০০, মারা গেছে ৩ হাজার ৭৩৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৫১ হাজার ৬০৮, মারা গেছে ৫ হাজার ৩৭৩ জন। বেলজিয়ামে আক্রান্ত ২০ হাজার ৮১৪, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩২ জনের। নেদারল্যান্ডে আক্রান্ত ১৮ হাজার ৮০৩, মারা গেছে ১ হাজার ৮৬৭ জন।
এছাড়া ভারতে এ ভাইরাসে এখন পর্যন্ত ৪ হাজার ৭৭৮ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১৩৬ জনের। পাকিস্তানে এ পর্যন্ত ৩ হাজার ৭৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৫৩ জন মারা গেছে। বাংলাদেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ১২৩ জন আক্রান্ত হয়েছে বিপরীতে প্রাণ গেছে ১২ জনের।
Sitakunda live / International Desk:
এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলা ব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে।
Sitakunda live / International Desk:
0 coment rios: