লকডাউনের মধ্যেও তীব্র যানজটের কবলে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। সড়কে গণপরিবহন তেমন না থাকলেও চলাচল করছে প্রাইভেট পরিবহন ও আমদানি রফতানি পণ্য পরিবহন করা ভারী যানবাহন। যত্রতত্র পার্কিং ও বন্দর প্রবেশমুখি যানবাহনের অনলাইন চেকিং এর কারণে যানজটের কারণ মনে করছে ট্রাফিক বিভাগ। ফলে সড়কে ঘণ্টার পর ঘণ্টার আটকে থাকা ভারী যানবাহনে নগরজুড়ে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল অবস্থা ও অসহনীয় জনদুর্ভোগ।
এদিকে নগরীর প্রধান সড়কের সিমেন্ট ক্রসিং থেকে আগ্রাবাদ বাদামতল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। বহুল আলোচিত পোর্ট কানেকটিং রোডের কাজও এখনো শেষ হয়নি। এই দুটি সড়কের বেহাল দশার কারণে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যানজট দীর্ঘদিনের। এরই মধ্যে বন্দর কতৃর্পক্ষ পরিবহনকে অনলাইন চেকিং এর মাধ্যমে প্রবেশ অনুমতির নতুন নিয়ম চালু করাই যানজট আরো ভয়াবহ রূপ ধারণ করেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২ মে, রবিবার সকাল ৯টা থেকে দুপর ১২টা পর্যন্ত পতেঙ্গা সিমেন্ট ক্রসিং থেকে বারেক বিল্ডিং হয়ে আগ্রাবাদ, নিমতলা বিশ্বরোড থেকে বড়পোল হয়ে নয়াবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট। ভারী যানবাহনের দীর্ঘ লাইনের কারণে প্রাইভেট পরিবহনগুলোর যেন চোখে পড়ছে না।।
অপর দিকে মাঝির ঘাট সড়কেও চলছে উন্নয়ন কাজ। ওই সড়ক হয়ে কর্ণফুলীর ১৬টি ঘাট এবং আশপাশের গুদাম থেকে ভোগ্যপণ্য পরিবহন করা হয়। সড়কের বেহাল দশায় রাতে দিনে সেখানে তীব্র যানজট লেগেই থাকে। সড়ক সংস্কারের কারণে মাদারবাড়ি, মাঝির ঘাট, সদরঘাট থেকে শুরু করে দেওয়ানহাট হয়ে টাইগারপাস সড়কেও যানজট বিস্তৃত হচ্ছে। বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কেও একই কারণে অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে।
এবিষয়ে উপ—পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) শাকিলা সোলতানা জানান, আজ সকাল থেকে বন্দর ৫নং গেইটে গাড়ির অনলাইন চেকিং শুরু হয়েছে। প্রতিটি গাড়ি চেকিংয়ে ১০ থেকে ১৫ মিনিট সময় যাচ্ছে। তাই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটের কারণে ট্রফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কর্তব্যরত ট্রাফিক পুলিশ হিমশিম পড়েছে বলেও জানান তিনি।
অনলাইন চেকিংয়ের কারণে দীর্ঘ যানজটের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর’র পরিচালক (নিরাপত্তা) লেঃ কর্নেল মোস্তাফা আরিফ উর—রহমান খান জানান, বন্দর কতৃর্পক্ষ ৫নং গেইটে অনলাইন চেকিংয়ের মাধ্যমে গাড়ি প্রবেশের অনুমতি দিচ্ছেন। আজ থেকে এই সিস্টেম চালু হয়েছে। সিএন্ডএফকে আগে থেকে গাড়ি প্রবেশের তারিখ ও সময় জানিয়ে দেয়া হলেও সকাল থেকে এসে তারা ভীড় করছে। প্রথম দিন হওয়াতে এমন হচ্ছে। তবে অনলাইনে চেকিং এর ক্ষেত্রে ১ মিনিট সময় লাগে বলে দাবি বন্দর নিরাপত্তা পরিচালকের।
যত্রতত্র পাকিংয়ের বিষয়ে মোস্তাফা আরিফ উর-রহমান খান জানান, বন্দরের ধারণ ক্ষমতার চেয়ে গাড়ি অনেক বেশি। তাই এটা নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে সম্ভব হয়না।
0 coment rios: